Site icon suprovatsatkhira.com

বড়দলে কৃষক লীগ নেতার মায়ের মৃত্যু

বড়দল (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক বিধান চন্দ্র মন্ডলের মাতা কামিনী বালা মন্ডল (৯৭) মৃত্যুবরণ করেছেন। রোববার (২৭ অক্টোবর) দুপুর ১২টায় ফাকরাবাদস্ত নিজ বাসভবনে তিনি পরলোকগমন করনে। মৃত্যুকালে তার ১ পুত্র ও ৪ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন প্যারালাইসিস রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রোববার সন্ধ্যার পরে ফাকরাবাদ শ্মশানে তার অন্তেষ্টি ক্রিয়া সম্পন্ন হয়। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, উপজেলা কৃষক লীগের সভাপতি স ম সেলিম রেজা, সাধারণ সম্পাদক মতিলাল মন্ডল, উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জগদীশ চন্দ্র সানা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ঢালী শামসুল আলম, বড়দল ইউনিয়ন আ’লীগ সভাপতি সুরঞ্জন ঢালী, কৃষক লীগ সভাপতি সোহরাব হোসেন মোড়ল, ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবু রায়হান সুমন ও সাংবাদিক এস এম শরীফ প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version