Site icon suprovatsatkhira.com

বিশ্ব সাদা ছড়ি দিবসে আশাশুনিতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি: ‘সাদা ছড়ি ব্যবহার করি, নিশ্চিন্তে পথ চলি’ এ স্লোগানে আশাশুনিতে বিশ্ব সাদা ছড়ি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তর। লিলিয়ানা ফÐস এর অর্থায়নে, ডিআরআরএ’র সহযোগিতায়, আইডিয়াল ও সোপান বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের বাস্তবায়নে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমনা শারমীন। আইডিয়ালের প্রকল্প ফোকাল এস এম মিজানুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, আরডিও বিশ্বজিৎ ঘোষ, উপজেলা একাডেমি সুপারভাইজার হাসানুজ্জামান, সাবেক ইউপি সদস্য কল্যাণী সরকারসহ বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষকবৃন্দ। এর আগে আইডিয়াল প্রকল্পের সুপারভাইজার সুব্রত বাছাড় ও ফিল্ড ফ্যাসিলিটেটর দেবাশীষ চক্রবর্তীর ব্যবস্থাপনায় উপজেলার প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যবৃন্দ, সোপান বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ, আশাশুনি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সদস্যবৃন্দের অংশগ্রহণে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version