ফিংড়ী প্রতিনিধি: পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের বালিথা গ্রামের মৃত মোহর আলী বদ্দীর স্ত্রী হতদরিদ্র ভিক্ষুক ছকিনা খাতুন (৬৪) কে বয়স্ক ভাতার বই দিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী। সোমবার (২১ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তাকে এ বই প্রদান করা হয়। এ সময় উপজেলা সমাজসেবা অফিসার রোকনুজ্জামান উপস্থিত ছিলেন। এ বিষয়ে ইউএনও দেবাশীষ চৌধুরী বলেন, এখন থেকে সামাজিক নিরাপত্তা-বেষ্টনী কর্মসূচির আওতায় আজীবন সরকারি সুযোগ পাবে ছকিনা খাতুন। তিনি এ ধরনের অসহায় ও দরিদ্র মানুষ পেলে সাথে সাথে উপজেলা পরিষদে তার কার্যালয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। উল্লেখ্য, গত রোববার (২০ অক্টোবর) সন্ধ্যায় এ কর্মকর্তা ভিক্ষুক সখিনা খাতুনের বাড়িতে সরেজমিনে খোঁজ-খবর নিতে যান। এ সময় সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান ও ফিংড়ীর ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আফছার উদ্দীন সরদার উপস্থিত ছিলেন। তিনি উপস্থিত লোকজনের মুখে শুনে ও নিজ চোখে দেখে ইউএনও দেবাশীষ চৌধুরী সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচীর আওতায় সরকারি সুযোগ সুবিধা নিশ্চিত করার ঘোষণা দেন।
ফিংড়ীতে এক ভিক্ষুককে বয়স্ক ভাতার বই দিলেন ইউএনও
https://www.facebook.com/dailysuprovatsatkhira/