নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক দুর্যোগ প্রমোশন দিবস উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের অসংখ্য বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই অংশ হিসেবে দেবহাটা উপজেলার পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টার ও ঘলঘলিয়া দাখিল মাদ্রসা কাম সাইক্লোন সেল্টার উদ্বোধন করা হয়। এ সময় উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শওকত ওসমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।