পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল করতে গিয়ে ঘেরা-বেড়া কর্তন করাকালে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৩জন আহতের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য প্রতিপক্ষরা থানায় পাল্টা মামলা করার অভিযোগ পাওয়া গেছে। মামলা সূত্রে জানা যায়, উপজেলার বান্দিকাটি গ্রামের শহর আলী গাজীর সাথে লুৎফর মোড়ল গংদের জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন চলে আসছে। এ নিয়ে শহর আলী বাদী হয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারা মোতাবেক ২২৫/১৯ নং মামলা দায়ের করে। আদালত দু’পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশ দেন। মঙ্গলবার সকাল ৯টায় মৃত মাদার মোড়লের ছেলে লুৎফর মোড়ল, হাফিজুর মোড়ল, নজরুল মোড়লের পুত্র নাজমুল হোসেন, মঠবাটীর আবুল হোসেনের ছেলে পাপ্পু সহ ৩/৪ জন আব্দুর রাজ্জাক গংদের ঘেরা-বেড়া কাটতে থাকলে শহর আলী গাজী বাঁধা দিলে প্রতিপক্ষরা তাকে মারপিট করে। তার ডাক চিৎকারে ইয়াকুব গাজী ও মাহমুদা বেগম এগিয়ে আসলে লুৎফর মোড়ল গংরা তাদের পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। আহতদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে উন্নত চিকিৎসার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় শহর আলী গাজীর ছেলে আব্দুর রাজ্জাক বাদী হয়ে গত ২৫ অক্টোবর পাইকগাছা থানায় লুৎফর রহমান মোড়লসহ ৬ জনের নাম উল্লেখ করে মামলা করেছে, যার নং- ৪০। এ ঘটনা ভিন্ন খাতে নিতে আসামি নজরুল ইসলাম বাদী হয়ে আহতদের নামে পাল্টা মামলা দায়ের করেছে, যার নং- ৪১।
পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-৩: থানায় মামলা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/