পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় পুকুরে বিষ প্রয়োগে কয়েক লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৪ জনের নামে থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি উপজেলার বেতবুনিয়া গ্রামে। অভিযোগে জানা যায়, উপজেলার বেতবুনিয়া গ্রামের মৃত আলী গাজীর পুত্র আব্দুর রাজ্জাক গাজী তার মৎস্য লিজ ঘেরে ভেটকি মাছের চাষ করে আসছিল। তার প্রতিপক্ষ একই গ্রামের বেলায়েত গাজীর পুত্র নজরুল গাজীর সহিত মনমালিন্য থাকায় শুক্রবার (২৫ অক্টোবর) গভীর রাতে নজরুল গাজী, পুত্র ইছার আলী গাজী, মিজান গাজী ও টিপু গাজীরা একত্রিত হয়ে তার মৎস্য লিজ ঘেরে বিষ প্রয়োগ করলে কয়েক লাখ টাকার ভেটকি মাছ মারা যায়। এ ঘটনায় রাজ্জাক গাজী উক্ত ৪ জনের নামে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাজ্জাক গাজী জানান, কয়েকদিন পূর্বে উক্ত ব্যক্তিরা আমার ঘেরে মাছ চুরি করতে যায়। তখন স্থানীয় লোকের সহযোগিতায় তাদেরকে ধরা হয়। এক পর্যায়ে তারা মুচলেকা দিয়ে ওই যাত্রায় রেহাই পেয়ে আমার উপর ক্ষিপ্ত হয়। তারই জের ধরে এই ঘটনা ঘটিয়েছে।
পাইকগাছায় পুকুরে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার মাছ নিধন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/