পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় উপজেলা আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির সভায় খুলনা-৬ (পাইকগাছা-কয়রার) এমপি ও বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় সংসদীয় কমিটির সদস্য আকতারুজ্জামান বাবু বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুসহ পাইকগাছার ইতিহাস ঐতিহ্যের সাক্ষী বিজ্ঞানী পি.সি রায় শহীদ এম,এ গফুর, জাফর আউলিয়া, মেহের মুসল্লীসহ গুণীজনদের নামে নাম ফলকসহ স্মৃতি ধরে রাখার ব্যবস্থা করা হবে। তিনি মঙ্গলবার অনুষ্ঠিত মাসিক সমন্বয় ও আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। পৌরসভায় লবণ পানির চিংড়ি চাষ বন্ধে নির্দেশনা দিয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছেন। তিনি হলুদ সাংবাদিকতা পরিহার করে সরকারের গঠনমূলক সমালোচনাসহ উন্নয়ন চিত্র তুলে ধরার আহŸান জানান। উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি) আরাফাতুল আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিতিশ চন্দ্র গোলদার, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, লিপিকা ঢালী ও সাবেক মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. মোসলেম উদ্দীন আহমদ, সভায় ১০ ইউপি চেয়ারম্যান, কলেজ অধ্যক্ষ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
পাইকগাছায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
https://www.facebook.com/dailysuprovatsatkhira/