শ্যামনগর প্রতিনিধি: ‘নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে আনন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। রোববার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে সুশীলনের উদ্যোগে নবযাত্রা প্রকল্পের আওতায় দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ দুর্যোগের ক্ষয়-ক্ষতি বৃদ্ধিতে অনেকাংশে দায়ী’ শীর্ষক এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন, পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাড. আতাউর রহমান। এছাড়া ইউনিয়নের অন্যান্য ইউপি সদস্যবৃন্দ, ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, বিকে মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, সুশীলনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন এনজিও প্রতিনিধি, যুব স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ।
পদ্মপুকুর ইউনিয়নে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
https://www.facebook.com/dailysuprovatsatkhira/