শোভনালী (আশাশুনি) প্রতিনিধি: গত ১৮ সেপ্টেম্বর “দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা” পত্রিকায় ‘বসুখালী বাজার হতে শালখালী বাজার পর্যন্ত রাস্তাটির বেহাল দশা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর মানুষের ভোগান্তি কমাতে শোভনালী ইউপি সদস্যের নিজ উদ্যোগে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ৯টায় ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম গাইন এ রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করেন। এ ব্যাপারে ইউপি সদস্য নজরুল ইসলাম গাইন জানান, এ রাস্তা দিয়ে কোমলমতি শিশুরা বসুখালী প্রাথমিক বিদ্যালয়, বসুখালী দাখিল মাদ্রাসা, কামালকাটি মাধ্যমিক বিদ্যালয়সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে। কিন্তু রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করছে। এই রাস্তা দিয়ে যাতয়াত করতে সকলেরই অসুবিধা হয়। এতে করে এলাকার জন সাধারণ বসুখালী বাজার, শালখালী বাজার, ব্যাংদহা বাজারসহ বিভিন্ন বাজারে ব্যবসায়িক কাজে বিঘœ ঘটছে। ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে অভাব অনাটন। এসব কথা চিন্তা করে আমি ব্যক্তিগত উদ্দ্যোগে এলাকাবাসীর সহযোগিতায় এই রাস্তা কাজ শুরু করছি। বসুখালির প্রাথমিক বিদ্যালয় হতে বসুখালি আমজেত গাজীর বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ শুরু করেছি। আমি এলাকার অসহায় মানুষের পাশে থেকে সব সময় কাজ করেছি এবং করে যাবো। এ সময় আব্দুল খালেক গাজী, আয়ুব হোসেন, নুর হোসেন, জিয়াউর রহমান, আমজেদ গাজী প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকায় সংবাদ প্রকাশের পর বসূখালী বাজার হতে শালখালী বাজার পর্যন্ত রাস্তা সংস্কার
https://www.facebook.com/dailysuprovatsatkhira/