এম,এ মামুন,দেবহাটা: ‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় দেবহাটায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় থানা চত্বর হতে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহার সভাপতিত্বে এবং সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন।
উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুর রউফ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারন সম্পাদক আর,কে বাপ্পা, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান বকুল, যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ছাত্রলীগের সাধারন সম্পাদক এএইচ সোহাগ হোসেন, দেবহাটা থানার এসআই হেকমত আলী, এসআই মো. হানিফ, এসআই শ্যামাপ্রসাদ, এসআই প্রবীর দাশ, এএসআই দরবেশ আলী, এএসআই আব্দুল জব্বার, এএসআই আবু হামিদ, এএসআই রশিদুল ইসলাম, এএসআই সোহেল, এএসআই সুজিত বিশ্বাস, এএসআই মাজেদুল ইসলাম, এএসআই ফেরদৌস, এএসআই শরীয়ত উল্লাহ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এসময় বক্তরা বলেন, প্রতি বছর এই দিনে পালিত হয় কমিউিনিটিং পুলিশিং ডে। অপরাধ দমনে কবলে পুলিশ আন্তরিকাতার সাথে কাজ করে যাচ্ছে। অপরাধীদের প্রতিরোধ করতে কমিউনিটি পুলিশিং র্কাযক্রম আরো জোরদার করতে হবে। জনগনের শক্তি বড় শক্তি। তাই পুলিশের পাশাপাশি সাধারণ মানুষেকে অপরাধ ও অপরাধীদের দমনে জনগণকে এড়িয়ে আসতে হবে। যে কোন সমস্যা সর্ম্পকে প্রথমে থানাকে অবহিত করতে হবে। থানা থেকে কেউ হয়রানি হয় সে বিষয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
দেবহাটায় র্যালী আলোচনা সভার মধ্যে দিয়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত
https://www.facebook.com/dailysuprovatsatkhira/