Site icon suprovatsatkhira.com

দেবহাটায় বিজিবি’র অভিযানে ফেন্সিডিল উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: দেবহাটায় মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সদর ইউনিয়ন সভাপতি মিল্টন বিশ্বাস(৩৫) কে ২শ’ ৩৮ বোতল ফেন্সিডিল সহ সন্দেহভাজন গ্রেপ্তার করে বিজিবি। বুধবার (৯ অক্টোবর) রাত ১১টার দিকে নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটেলিয়নের আওতাধীন দেবহাটার ভাঁতশালা ক্যাম্পের হাবিলদার মোক্তার আলী সহ বিজিবি সদস্যরা ইছামতি নদীর ভাঁতশালা এলাকা থেকে তাকে সন্দেহ জনক ভাবে আটক করেন। এ ঘটনার পর স্থানীয়দের চাপের মুখে পড়ে বিজিবি। এতে পর দিন ১৭ বিজিবি ব্যাটেলিয়নের সিও বিষয়টি তদন্তে আসেন। তিনি বিষয়টি তদন্তপূর্বক তিনি ঘটনার সাথে মিল্টনের জড়িত থাকার বিষয়টির সত্যতা না মেলায় তাকে মুক্তি দেওয়া হয়। স্থানীয় জনপ্রতিনিধিদের হাতে মিল্টনকে হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি সূত্র জানায়। এছাড়া উদ্ধার হওয়া ফেন্সিডিল দেবহাটা থানায় জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে বলে জানান ভাতশালা ক্যাম্পের সুবেদার।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version