Site icon suprovatsatkhira.com

দেবহাটায় ইমাম হোসাইন (আ:)’র চল্লিশা উপলক্ষে শোক মিছিল

দেবহাটা প্রতিনিধি: শহীদের সর্দার ইমাম হোসাইন (আ:)’র চল্লিশা উপলক্ষে শোক মিছিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ অক্টোবর) দুপুর দেড়টায় পারুলিয়ার মসজিদ আল-মোস্তফা’র আয়োজনে দোয়া অনুষ্ঠান শেষে একটি শোক মিছিল দক্ষিণ পারুলিয়া এলাকা থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মসজিদ চত্বরে এসে শেষ হয়। দোয়া অনুষ্ঠানে উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুরের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, হুজ্জাতুল ইসলাম আব্দুল কুদ্দুস বাদশা। এ সময় কাদিয়ানি সম্প্রদায়ের নেতা উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলি মোত্তর্জা আনারুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল লতিফ, পারুলিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, শ্রমিক নেতা আয়ুব হোসেন, হুজ্জাতুল ইসলাম (খুলনা) আব্দুল লতিফ, হুজ্জাতুল ইসলাম (নুর নগর) সাজ্জাদ আলী, হাজী মোশারাফ আলী খান, পেশ ইমাম আব্দুস সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version