দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সখিপুর ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলামের মাতা গুনো বিবি ইন্তেকাল করছেন (ইন্না লিল্লাহী ——- রাজেউন)। সোমবার (১৪ অক্টোবর) ভোর ৬ টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। সোমবার বাদ আসর জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তার দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, দেবহাটা উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষসহ নেতৃবৃন্দ।