অক্টোবর ২৭, ২০১৯
তুলা চাষে উদ্বুদ্ধ করতে তালায় মতবিনিময় সভা ও ক্ষেত পরিদর্শন
তালা প্রতিনিধি: তালা উপজেলায় সম্প্রসারিত তুলা চাষ প্রকল্পে (ফেজ-১) এর আওতায় তুলা চাষিদের উদ্বুদ্ধ করণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ অক্টোবর) বিকেলে তালার জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠে তুলা উন্নয়ন বোর্ড যশোর জোনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্কুলের সাবেক প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর জোনের তুলা উন্নয়ন বোর্ডের প্রধান কর্মকর্তা মো. কুতুব উদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যশোর জনের তুলা উন্নয়ন কর্মকর্তা এসএম জাকির বিন আলম, চুকনগর কটন ইউনিট অফিসার হুমায়ুন কবীর, তালা ইউনিট মো. রফিকুল ইসলাম, কৃষক আবুল কালাম মাহমুদ, ইনছার আলী প্রমুখ। উদ্বুদ্ধকরণ সভায় তুলা চাষিসহ স্থানীয় কৃষকরা অংশগ্রহণ করেন। এ সময় তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলেন, তুলা চাষের আর্থিক লাভবান হওয়ার কথা তুলে ধরে বলেন, এ বছর যশোর জনের ৩১২৫ জমিতে তুলা চাষের আবাদ হয়েছে। চাষিরা প্রতি বিঘা জমিতে ১৬-১৮ মন তুলা উৎপাদন করছে। উদ্বুদ্ধ করণ সভার আগে তালা উপজেলার ডাঙ্গানলতা গ্রামের তুলা চাষের ক্ষেত পরিদর্শন করে তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা । 8,455,554 total views, 3,150 views today |
|
|
|