অক্টোবর ২২, ২০১৯
তালায় শিক্ষার্থীদের মাঝে হট-পট ও দু:স্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
তালা প্রতিনিধি: তালায় এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় পিবিজির বরাদ্দকৃত অর্থের খলিলনগন ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে হট-পট ও দু:স্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) সকালে খলিলনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ চত্বরে এসব উপকরণ বিতরণ করা হয়। ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান। এ সময় শিক্ষক নেতা শেখ শফিউল্লাহ, মোস্তাফিজুর রহমান তিতুসহ ইউপি সদস্যবৃন্দ, ইউপি সচিব, শিক্ষক, সাংবাদিক শিক্ষার্থীরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে খলিলনগর ইউনিয়নে ২১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ২হাজার ৭শ’ ৬০টি হট-পট ও দু:স্থ নারীদের মাঝে ২০টি সেলাই মেশিন বিতরণ করা হয়। পরে ইউনিয়ন পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। 8,638,656 total views, 3,655 views today |
|
|
|