তালা প্রতিনিধি: তালায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ধারালো অস্ত্রের কোপে দুই ভাইকে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। বুধবার (২ অক্টোবর) বেলা সাড়ে ৩ টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সুভাষিণী গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মো. জলিল সরদার (৩৫) ও মো. খলিল সরদার (৩০)। তারা সুভাষিণী গ্রামের জব্বার সরদারে ছেলে। আহতদের পিতা জব্বার সরদার জানান, প্রতিপক্ষ ইসমাইল গংদের সাথে তার জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে ইসলাম সরদার বাদী হয়ে কোর্টে তাদের বিরুদ্ধে একটি মামলা করেছে যার নোটিস আমরা বুধবার দুপুরে পাই। নোটিস পাওয়ার পরে আমার দুই ছেলে ইসলামের কাছে কোর্টে কেস করার বিষয়ে জানতে গেলে প্রতিবেশী জাবেদ আলী সরদারের ছেলে হাফিজুর সরদার(৪০), ইসলাম সরদার(৩৮), মোসলেম সরদার(৪৫), আবুল সরদার ৪৮ ও তার ছেলে সোহাগ সরদার (২২) মিলে পরিকল্পিত ভাবে তার দুই ছেলেকে হত্যার উদ্দেশ্য ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। ছেলেদের ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। এলাকাবাসীর সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে প্রথমে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে দুই ভাইকে উন্নত চিকিৎসার জন্য খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন আছে। এ বিষয়ে তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সরদার রফিকুল ইসলাম জানান, ইসলামের পিতা জাবেদ আলী সরদার ছিলেন একজন মামলাবাজ। পিতার মৃত্যুর পরে তার ছেলেরাও হয়েছে সেই রকম মামলাবাজ। আমি নিজেও অনেকবার শালিস করেছি। তারপরেও তারা শান্তিপূর্ন ভাবে বসবাস করতে পারল না। জব্বার সরদারের দুই ছেলেকে ইসলামরা কয় ভাই মিলে কুপিয়ে জখম করার খবর শুনে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। এমন জঘন্য অপরাধের দৃষ্টান্ত মূলক শাস্তি হওয়া উচিত। তালা থানার অফিসার ইনচার্জ(ওসি) মেহেদী রাসেল বলেন, ঘটনাটি শুনেছি। তবে এ ব্যাপারে থানায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালায় জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে জখম
https://www.facebook.com/dailysuprovatsatkhira/