Site icon suprovatsatkhira.com

তালায় অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না সায়েল মাহমুদের

সৌমেন মজুমদার, তালা প্রতিনিধি: তালায় অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত সায়েল মাহমুদের। তিনি উপজেলার সদর ইউনিয়নের জেয়ালা নলতা গ্রামের মাহতাব মাহমুদের পুত্র। দিনমজুর সায়েল মাহমুদ (৩৪) জানান, তিনি প্রায় আড়াই বছর ধরে কোমরের মেরুদন্ডের হাড়ের গুরুতর সমস্যায় ভুগছেন। সাতক্ষীরা, খুলনাসহ একাধিক হাসপাতাল ও ক্লিনিকে ডাক্তার দেখিয়েও কোন ফল হয়নি। অবশেষে ঢাকার জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) এর চিকিৎসক ডা. মো. কামরুজ্জামানের তত্ত¡াবধানে চিকিৎসা সেবা নিচ্ছেন। কিন্তু টাকার অভাবে কয়েক মাস তার ওষুধ খাওয়া বন্ধ হয়ে গেছে। যে কারণে মেরুদন্ডের ব্যথা প্রকট আকার ধারণ করেছে। তিন সন্তানের জনক সায়েল মাহমুদের ভিটেমাটি ছাড়া কোন জমি নেই। অন্যের জমিতে দিনমজুরের কাজ করে তার সংসার চলে। তিনি আরও জানান, মেরুদন্ডের সমস্যার কারণে তিনি এখন কোন কাজ করতে পারেন না। ইতিমধ্যে প্রায় আড়াই লাখ টাকা খরচ করে এখন তিনি নি:স্ব প্রায়। চিকিৎসকরা ভারতে চিকিৎসা নেয়ার পরামর্শ দিলেও অর্থের অভাবে যেতে পারছে না। ভারতে চিকিৎসার জন্য প্রায় ৫ লাখ টাকা খরচ হবে। তাই তিনি সমাজের দানশীল ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন। এ জন্য তিনি ০১৯৩৬-০৪৫৬৫১ মোবাইল নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version