ডেস্ক রিপোর্ট: কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) সকাল ১০টায় জালালাবাদ ইউনিয়ন পরিষদ হল রুমে বেসরকারি সংস্থা উইমেন জব ক্রিয়েশন সেন্টার এ ওরিয়েন্টশন সভার আয়োজন করে। পিপিজে-সাতক্ষীরা প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মো: ইউনুছ আলী শুভেচ্ছা বক্তব্যে বলেন, ইউনিয়নের অসহায়, দরিদ্র মানুষদের আইনি অধিকার নিশ্চিত করার জন্য এবং সরকারের বিনা খরচে আইনগত সহায়তা কার্যক্রম বাস্তবায়নের লক্ষে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্যদের ওরিয়েন্টশনের আয়োজন করা হচ্ছে। তিনি বলেন, বিস্তারিত জানার পর কমিটির সদস্যরা তৃণমূল পর্যায়ে বসবাসরত অসহায় দরিদ্র মানুষদের সচেতনতা সৃষ্টি করে এসব অসহায় মানুষের বিনা খরচে আইনি সেবা নিশ্চিত করতে পারবে। সকলে মিলে এক হয়ে কাজ করার আহŸান জানান তিনি। জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টশনে সরকারের আইনগত সহায়তা প্রদান আইন-২০০০ নিয়ে আলোচনা করেন প্রোগ্রাম অফিসার মোস্তাক আহমেদ। এ সময় তিনি লিগ্যাল এইড কার্যক্রমে জেলা, উপজেলা কমিটি নিয়ে আলোচনা এবং ইউনিয়ন কমিটির সদস্যদের দায়িত্ব সম্পর্কে অবহিত করেন। তিনি সরকারের বিনা খরচে আইনি সহায়তা গ্রহণ, কারা সরকারি এ আইনগত সহায়তা পাবে, কি ধরনের আইনগত সহায়তা পাবে এবং ইউনিয়নে প্রমোটিং পিস অ্যান্ড জাস্টিস (পিপিজে) অ্যাকটিভিটি’র কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। ওরিয়েন্টেশনে তিনি লিগ্যাস্থত সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ইউনিয়নের বিভিন্ন স্থানে লিগ্যাল এইডের কার্যক্রম প্রচার ও বিনা খরচে সরকারের আইনি সেবা গ্রহণের অনুরোধ জানান। ওরিয়েন্টশনের মাধ্যমে সরকারের আইনি সেবা সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য ইউনিয়নবাসীর পক্ষ থেকে উইমেন জব ক্রিয়েশন সেন্টারের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, সরকারের এ মহান কার্যক্রম বালালাবাদ ইউনিয়নে সঠিক ভাবে বাস্তবায়ন ও এ কার্যক্রমের মাধ্যমে ইউনিয়নের অসহায়, দরিদ্র মানুষের আইনি অধিকার নিশ্চিত করা হবে। এ বিষয়ে তিনি উপস্থিত সকল সদস্যদের গুরুত্ব সহকারে প্রচার ও তাদের সহযোগিতার আহŸান জানান। ওরিয়েন্টেশনে ইউপি সদস্য লতিফুন নেছা, নার্গিস সুলতানা, নাজমা খাতুন, এরশাদ আলী, আব্বাস আলী, মশিয়ার রহমান, প্রধান শিক্ষক তহমিনা পারভীন লিলি, উপ সহকারী কৃষি কর্মকর্তা আকলিমা খাতুন, পরিবার পরিকল্পনা পরিদর্শক আবুল কালাম আজাদ, আনসার ও ভিডিপি কর্মী হাসান ইকবালসহ ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জালালাবাদ ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির ওরিয়েন্টশন অনুষ্ঠিত
https://www.facebook.com/dailysuprovatsatkhira/