আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে চাপড়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাধারণ অভিভাবক সদস্য পদে নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। গত সোমবার (১৪ অক্টোবর) মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে সংরক্ষিত মহিলা আসনসহ ৫ পদের বিপরীতে মোট ১৪ জন মনোনয়নপত্র জমা দেন। ৪ জন পুরুষ ও একজন মহিলা পদের বিপরীতে একটি প্যানেলে রিয়াজুল ইসলাম গাজী, আছাদুল ইসলাম, মাহবুব আলম সাকি, মোহাম্মদ আলী, বেল্লাল হোসেন ও জরিনা খাতুন মনোনয়ন জমা দেন। আরেকটি প্যানেলে আরিফুল ইসলাম গাজী, জাহাঙ্গীর হোসেন, শরিফুল ইসলাম, সাইদুর রহমান, আমিরুল ইসলাম ও নাজমিন নাহার মনোনয়নপত্র জমা দেন। রোববার (২০ অক্টোবর) মনোনয়নপত্র প্রত্যাহারের দিনে রিয়াজুল, আছাদুল, সাকি, বেল্লাল হোসেন, আমিরুল ইসলাম ও জরিনা খাতুন তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। ফলে নাজমিন নাহার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচিত হয়েছেন। নির্বাচনের প্রিজাইডিং অফিসার একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান জানান, নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতার লক্ষে ৪জন পুরুষ সদস্য পদে যারা প্রতিদ্ব›িদ্বতা করবেন, তাদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আরিফুল ইসলাম গাজীকে (ছাতা), জাহাঙ্গীর হোসেনকে (মাছ), শরিফুল ইসলামকে (আম), সাইদুর রহমানকে (হরিণ) ও মোহাম্মদ আলীকে (ফুটবল) প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আগামী ৩১ অক্টোবর নির্বাচনে স্কুলের হলরুমে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে। এতে ভোট প্রদান করবেন মোট ৩শ’ ৩জন ভোটার। ভোট গ্রহণ করবেন প্রিজাইডিং অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার হাসানুজ্জামান।
চাপড়া হাইস্কুলের অভিভাবক সদস্য নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন: ভোট ৩১ অক্টোবর
https://www.facebook.com/dailysuprovatsatkhira/