Site icon suprovatsatkhira.com

গ্রাম আদালতে মামলা: আছিয়া ফিরে পেল গাছ বিক্রির টাকা

তালা প্রতিনিধি : “অল্প সময়ে স্বল্প খরচে, সঠিক বিচার পেতে চল যাই গ্রাম আদালতে” এ প্রতিপদ্যকে সামনে নিয়ে বর্তমান সরকার সঠিক বিচার সাধারণ মানুষের দোর গোড়ায় পৌঁছে দিতে দেশের প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালত প্রথা চালু করেছেন। এরই ধারাবাহিকতায় গত ১৩ এপ্রিল তালা সদর ইউনিয়নে উপজেলার জিয়ালা নলতা গ্রামের মৃত হামিদুল্লাহ খা মেয়ে আছিয়া বেগম একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ২২/২০১৯, ধারা দেওয়ানি। মামলার বিবরণে জানাজায়, আছিয়া বেগম পৈতৃক জমিতে ২০টি মেহগনি গাছ লাগায়। একই গ্রামের মৃত ইউনুফ খার ছেলে হাসান আলী খাঁ তার প্রতিবেশী । তার সাথে জমি ভাগাভাগি হলে সে প্রতিবাদীর কাছে ১০টি গাছ দাবি করেন। কিন্তু প্রতিবেশী হাসান আলী তা না মেনে ৫০ হাজার টাকায় গাছ গুলো বিক্রয় করেন, তখন আছিয়া বেগম তালা সদর ইউনিয়ন গ্রাম আদালত সহকারী আনোয়ারা খাতুন সাথির সহায়তায় গত ১৩ এপ্রিল একটি দেওয়ানি মামলা দায়ের করেন। এ মামলায় গ্রাম আদালতের বিচারক ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন বিচার বিশ্লেষন করে ২৫ হাজার টাকা নগদ আছিয়া কে ২৩ এপ্রিল মাত্র দশ দিনে বুঝে দিয়ে মামলার নিষ্পত্তি করেন। এসময় ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে আছিয়া জানান, অল্প সময়ে স্বল্প খরচে আমি সঠিক বিচার পেয়ে খুশি হয়েছি। তিনি গ্রাম আদালত সহকারী সহ বিচারককে ধন্যবাদ জানান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version