ডেস্ক রিপোর্ট: ‘বর্জ্যকে সম্পদে পরিণত করতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) সকালে খুলনা জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউস সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রোফেসর মো. আশিকুল আলম, খুলনা গণ পূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. লতিফুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শরিফুল ইসলাম এবং নগর উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র প্লানার প্রভাষ চন্দ্র কুন্ডু। মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রোফেসর ড. মো. আশিক-উর-রহমান। আলোচনা সভায় বক্তারা বলেন, বর্জ্য ব্যবস্থাপনাকে গুরুত্ব দিতে হবে। বর্জ্য থেকে বিদ্যুৎ ও বায়োগ্যাস উৎপাদন করা সম্ভব। বর্জ্যকে কীভাবে সম্পদে রূপান্তর করা যায় তা নিয়ে সকলকে ভাবতে হবে। নগর উন্নয়নে বর্জ্য ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ বিষয়। মাথাপিছু প্রতিদিন ৫০০ গ্রাম বর্জ্য উৎপাদন হয়। খুলনা সিটি কর্পোরেশন এলাকায় প্রতিদিন পাঁচশো থেকে ছয়শো টন বর্জ্য তৈরি হয়। তাঁরা আরও বলেন, বাসা বাড়ির বর্জ্যকে সুষ্ঠুভাবে সংরক্ষণ করতে হবে। রূপকল্প ২০২১ ও ২০৪১ এর আলোকে সরকার টেকসই ও পরিবেশ বান্ধব নগরায়ন গড়তে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সম্মিলিত প্রচেষ্টায় ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিকল্পিত, নিরাপদ এবং বাসযোগ্য নগরী গড়ে তুলতে হবে। এর আগে দিবসটি পালন উপলক্ষে নগরীর শহিদ হাদিস পার্ক থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।
খুলনায় বিশ্ব বসতি দিবস পালিত
https://www.facebook.com/dailysuprovatsatkhira/