Site icon suprovatsatkhira.com

খুলনার সোনালী জুট মিলস্ শ্রমিক কর্মচারীদের বিক্ষোভ মিছিল

খুলনা প্রতিনিধি: মিরেরডাঙ্গা শিল্পাঞ্চলের ব্যক্তি মালিকানাধীন সোনালী জুট মিলস্ লি. শ্রমিক কর্মচারীদের বকেয়া মজুরি, বোনাস, পূর্ণাঙ্গ মিল চালু, আবাসিক কলোনিতে মিল কর্তৃক অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায় বন্ধ ও সিবিএ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় মিল এলাকায় এ বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। সোনালী জুট মিলস্ নন সিবিএ ও সাধারণ কর্মচারীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভায় বক্তব্য রাখেন, মো. সেকেন্দার আলী, সাবেক সিবিএ সাধারণ সম্পাদক শেখ আমজাদ হোসেন, সহ সাধারণ সম্পাদক লিয়াকত মুন্সি, ওবায়দুর রহমান, সাবেক সহ সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সহ সভাপতি মীর জলিল হোসেন, বিল্লাল হোসেন, শেখ মনিরুল ইসলাম, শেখ জুম্মান, আহসান, শেখ মনিরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. বাবুল, আবুল কালাম, আবুল কাশেম, ফারুক হোসেন প্রমুখ। সভায় বক্তারা বলেন, মেয়াদ উত্তীর্ণ সিবিএ অবৈধ ভাবে ক্ষমতা আটকে রেখে আংশিক মিল চালু করে শ্রমিক কর্মচারীদের উপর জুলুম নির্যাতন অব্যাহত রেখেছে, মিলের আবাসিক শ্রমিক কলোনিতে মিল কর্তৃপক্ষ অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায় বন্ধ ও অনতি বিলম্বে সিবিএ নির্বাচনের তারিখ ঘোষণা করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version