তালা প্রতিনিধি: তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে মোটরসাইকেলের বিশাল সাংগঠনিক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে খলিলনগর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে স্লোগানে স্লোগানে এলাকা মুখরিত করে এ শোভাযাত্রা শুরু করা হয়। উপজেলার খলিলনগর ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুল করিম মোড়ল ও সাধারণ সম্পাদক সরদার মাসুদুজ্জামান রনি শোভাযাত্রার নেতৃত্ব দেন। এ সময় আ’লীগ নেতা জামাল সরদার, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মিজানুর রহমান শেখ, ছাত্রলীগ সভাপতি জামিরুল ইসলাম গাজী, যুবলীগ নেতা সাধন ঘোষ, মনিরুল জোয়াদ্দার, চন্দ্র শেখর, জনি সরদার, খান রিয়াজুল ইসলাম, জামাল শেখ, আ. সাত্তার ফকির, শেখ বুলবুল আহম্মেদ প্রমুখ সহ ইউনিয়নের ৯টি ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সম্পাদক এর নেতৃত্বে সংগঠনের ৩ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। বিশাল মোটরসাইকেল শোভাযাত্রাটি তালা উপজেলার ১২টি ইউনিয়ন প্রদক্ষিণ করে। এ সময় নেতৃবৃন্দ উপজেলা সহ সংশ্লিষ্ট ইউনিয়নের আ’লীগ এবং যুবলীগের শীর্ষ নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক বিষয়ে মতবিনিময় করেন। উল্লেখ্য, আব্দুল করিম মোড়লকে সভাপতি ও সরদার মাসুদুজ্জামান রনিকে সাধারণ সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন যুবলীগের কমিটি গত ১৪ অক্টোবর ঘোষণা করেন উপজেলা যুবলীগ সভাপতি সরদার জাকির হোসেন ও সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম হিল্লোল।
খলিলনগর ইউনিয়ন যুবলীগের মোটরসাইকেল শোভযাত্রা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/