নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের চৌরাস্তা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত রাস্তাটির বেহাল দশা। রাস্তাটির বিভিন্ন জায়গা ভেঙ্গে পুকুরের মত গর্তের সৃষ্টি হয়েছে। যে কারণে রাস্তাটি দিয়ে অসুস্থ রোগীসহ চলাচলকারীরা চরম দুর্ভোগে পড়ে। এমতাবস্থায় জন দুর্ভোগ লাঘবে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক’র নির্দেশনায় এগিয়ে আসেন কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাইম। যুবলীগের নেতা কর্মীসহ স্থানীয়দের সাথে নিয়ে গত ৭ অক্টোবর থেকে রাস্তাটি মেরামত করার জন্য কাজ শুরু করেন। ১৬ হাজার ইট, ৪ হাজার ৫’শ ফুট বালি দিয়ে তিন যাবৎ অক্লান্ত পরিশ্রম করে ৪০০ ফুট হেয়ারিং বন্ড রাস্তার তৈরির কাজ সমাপ্ত করেছেন।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যার দিকে রাস্তাটির উদ্বোধন করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাইম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহŸায়ক তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট।
বিশেষ অতিথি ছিলেন ছিলেন চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান জামু, ভাড়াশিমলা ইউপি’র সদস্য আহম্মদ আলী, খালেক খান,সামসুর রহমান, চাম্পাফুল ইউপি’র সদস্য ঠাকুর দাস সরদার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রেজাউল করিম রেজা, যুগ্ম-সাধারণ সম্পাদক লক্ষণ কুমার ঘোষ, সাবেক ক্রীড়া সম্পাদক সুশান্ত বিশ্বাস, ধলবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদি হাসান, সাধারণ সম্পাদক কেরামত আলী, বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ -আলম, কৃষ্ণনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি ফজলুল রহমান, শিক্ষক আব্দুস সামাদ, যুবলীগ নেতা মহিউদ্দিন গাজী, রবিউল ইসলাম, মোকলেছুর রহমান। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান।
কালিগঞ্জে রাস্তা মেরামত করলেন উপজেলা যুবলীগের সম্পাদক নাইম
https://www.facebook.com/dailysuprovatsatkhira/