অক্টোবর ৫, ২০১৯
কালিগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত, গুরুতর আহত ৬
শেখ শাওন আহমেদ সোহাগ/ শের আলী/ জাহাঙ্গীর আলম: কালিগঞ্জে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে কাজী সাইদুর রহমান ময়না (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার মৌতলা ইউনিয়নের মৌতলা গ্রামের কাজী ইমদাদুল হোসেনের ছেলে। ঘটনাটি ঘটেছে শনিবার (৫ অক্টোবর) বেলা ১ টার দিকে কালিগঞ্জ-সাতক্ষীরা সড়কের সাদপুর এলাকায় অবস্থিত স্টার ফিলিং স্টেশনের সামনে। এছাড়াও সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাস চালকের সহকারী উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের শাহাদাৎ হোসেনের ছেলে আল-আমিন (৩০),একই ইউনিয়নের নিজদেবপুর গ্রামের মৃত আসমত উল্লাহর ছেলে বাসযাত্রী আজিজার রহমান (৬০), বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামের মেহেদী হাসান রাজুর স্ত্রী তামান্না সুলতানা মুক্তা (৪৫), একই ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের গোবিন্দ বিশ্বাসের ছেলে পলাশ বিশ্বাস (৩৫), কুশুলিয়া গ্রামের প্রশান্ত সরকারের মেয়ে তন্দ্রা সরকার (২৩), শ্যামনগর উপজেলা বাদঘাটা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সাইফুদ্দীন (১৮)। আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আল আমিন, সাইফুদ্দীন ও আজিজার রহমানের অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। 8,475,790 total views, 518 views today |
|
|
|