নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘‘শিক্ষা নিয়ে গড়বো দেশ,শেখ হাসিনার বাংলাদেশ’’ স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১০ টার দিকে বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম টুকু।
কর্মশালায় উপস্থিত ছিলেন নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম, তারালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার বৈদ্য, চৌমুহনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডি.এম মমতাজ উদ্দিন, নলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, খানজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জমায়েত আলী, বি.টি.জি.আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন, গোবিন্দকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পশুবতি সরকার, সুরত আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলী, রহমতপুর নবযুগ শিক্ষা সোপান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, কে বি এ আহছান উল্লাহ জুনিয়র স্কুলের প্রধান শিক্ষক শ্রী কুমার বসাক প্রমুখ।
কর্মশালায় মাধ্যমিক বিদ্যালয়ের ‘শিক্ষার মান উন্নয়ন’, ‘বঙ্গবন্ধুকে জানো, বাংলাদেশকে চেনো’ ও ‘মিড-ডে মিল’ বিষয়ে আলোচনা ও বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।