নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের বৃদ্ধের বসতভিটা জবরদখলের পায়তারা চালাচ্ছে প্রতিপক্ষরা। বিষয়টির প্রতিকারের জন্য থানায় লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার কুশুলিয়া ইউনিয়নের মহৎপুর গ্রামের মৃত পূন্য চন্দ্র ঘোষের ছেলে ভক্ত ঘোষ (৬৫)।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ভক্ত ঘোষের সাথে বসতভিটা নিয়ে দীর্ঘদিন যাবত একই গ্রামের মৃত রতিকান্ত ঘোষের ছেলে হরিসাধান ঘোষ ওরফে কোটে (৬৩) এর বিরোধ চলছে। হরিসাধন ঘোষ ও তার পরিবারের সদস্যরা ভক্ত ঘোষকে বসতভিটা থেকে জোরপূর্বক উচ্ছেদের জন্য পায়তারা চালাচ্ছে। পাশাপাশি তারা বিভিন্ন সময়ে খুন জখমের হুমকি প্রদান করছে। এক পর্যায়ে শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে দা,শাবল ও লাঠিসোটা নিয়ে বসতভিটায় প্রবেশ করে ঘেরাবেড়া ও গাছপালা কেটে ক্ষতিসাধন করে। বিষয়টি বুঝতে পেরে ঘর থেকে বের হলে তারা আবারও খুন জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। এঘটনায় ভক্ত ঘোষ বাদী হয়ে হরিসাধন ঘোষ, তার ছেলে বিপুল চন্দ্র ঘোষ (৩২) সহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন।