Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসার’র সাথে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে নবযোগদানকৃত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ’র সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে শিক্ষা অফিসের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মোনায়েম’র সষ্ণালনায়
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, কালিগঞ্জ মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম,উজ্জীবনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব কুমার ঘোষ, রতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শফিকুল ইসলাম, মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেম আলী,তারালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিত ঘোষ, মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়, উকশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল কবিরসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও মাদ্রাসার প্রধানগণ। সভা শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষথেকে শিক্ষা অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version