Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জের মথুরেশপুরে ভিজিডি কার্ডধারীদের নিকট থেকে অর্থ উত্তোলনের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন পরিষদে নিয়মবহির্ভূত ভাবে ভিজিডি কর্মসূচীর উপকার ভোগীদের নিকট থেকে অর্থ উত্তোলনের অভিযোগ উঠেছে। এঘটনায় ২ নম্বর ওয়ার্ডের ১৯ জন স্বাক্ষরিত পত্রে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। এছাড়া জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরাবর অনুলিপি প্রদান করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মথুরেশপুর ইউপি’র ২ নম্বর ওয়ার্ডের ভিজিডি কার্ডধারী হতদরিদ্রের নামে বরাদ্দকৃত বিনা খরচে ৩০ কেজি করে চাউল পাওয়ার নিয়ম রয়েছে। অথচ মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন তাদের নিকট থেকে প্রতিমাসে ১০ টাকা থেকে শুরু করে ২০ টাকা পর্যন্ত টাকা উত্তোলন করে থাকে। ভুক্তভোগীরা ওই টাকার বিষয়ে চেয়ারম্যান মিজানুর রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন, চাউল পরিবহনের জন্য ওই অর্থ খরচ হয়। কিন্তু ভুক্তভোগীরা খোঁজ-খবর জানতে পারেন ভিজিডির চাউল পরিবহন খরচ বহন করে থাকেন সরকার।

অভিযোগ সূত্রে আরও জানা যায়, যে কার্ডধারী অর্থ দিতে অপরাগতা স্বীকার করে তার কার্ডটি আটকে দেন চেয়ারম্যান মিজানুর রহমান গাইন। এমতাবস্থায় সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের নিকট আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানিয়েছেন ভুক্তভোগীরা ।

এব্যাপারে জানতে চাইলে চেয়ারম্যান মিজানুর রহমান গাইন অভিযোগের বিষয়টি অস্বীকার করে বলেন, টাকা উত্তোলনের বিষয়ে আমি কিছুই জানি না। আমি কারও কাছ থেকে কোন টাকা নেয়নি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version