নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে বিদ্যুৎ সংযোগ প্রদানের কথা বলে শতাধিক পরিবারের নিকট থেকে এক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইউপি সদস্য আব্দুল খালেক সরদারের বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগী ব্যক্তিবর্গ সাতক্ষীরা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত ওই অভিযোগ সূত্রে জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন। দক্ষিণ শ্রীপুরের বিভিন্ন এলাকা ইতিমধ্যে বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে। কিন্তু সোনাতলা গ্রামের শতাধিক পরিবার বিদ্যুৎ না পাওয়ায় স্থানীয় ৬নং ওয়ার্ডের সদস্য আব্দুল খালেক সরদারের দ্বারস্ত হন।
একপর্যায়ে ১ মাসের মধ্যে বিদ্যুৎসংযোগ পাইয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে গত ২৩/০৫/২০১৮ খ্রি. তারিখে ইউপি সদস্য আব্দুল খালেক এক’শ পরিবার থেকে ১ হাজার টাকা হারে মোট একলক্ষ টাকা গ্রহণ করেন। এরপর প্রায় দেড় বছর পেরিয়ে গেলেও বিদ্যুৎ সংযোগে কার্যকর উদ্যোগ না নিয়ে তিনি সমুদয় টাকা আত্মসাত করেছেন। বিদ্যুৎ সংযোগের বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বিভিন্নভাবে ছলচাতুরির মাধ্যমে সময় ক্ষেপন করছেন।
ইউপি সদস্য আব্দুল খালেকের গৃহীত এক লক্ষ টাকা ফেরত এবং তার বিরুদ্ধে আইনানূগ ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগী ব্যক্তিবর্গের বাড়িতে বিদ্যুৎ সংযোগ প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন জানানোর পাশাপাশি খুলনা জেলা সমন্বিত দুর্নীতি দমন কমিশন এর উপ-পরিচালক, সাতক্ষীরা পুলিশ সুপার, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, থানার অফিসার ইনচার্জ (ওসি) ও দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান বরাবর অভিযোগের অনুলিপি প্রদান করা হয়েছে।
এব্যাপারে জানার জন্য ইউপি সদস্য আব্দুল খালেক সরদারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।