অক্টোবর ২৫, ২০১৯
কলারোয়ায় হেলাতলা ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির ওরিয়েন্টশন অনুষ্ঠিত
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার হেলাতলা ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির ওরিয়েন্টেশন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় হেলাতলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জেলা আইন সহায়তা কমিটি ও বেসরকারি উন্নয়ন সংস্থা উইমেন জব ক্রিয়েশন সেন্টার যৌথভাবে এ ওরিয়েন্টশন সভার আয়োজন করে। হেলাতলা ইউনিয়নে পিপিজে-সাতক্ষীরা প্রকল্পের আওতায় লিগ্যাল এইড কমিটির সদস্যদের ওরিয়েন্টেশনে সভাপতির বক্তব্য রাখেন, হেলাতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন লিগ্যাল এইড সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, সরকারি খরচে আইনি সহায়তা কার্যক্রম ইউনিয়নের গরিব, অসচ্ছল ও নির্যাতিত মানুষের অধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করবে। এ বিষয়ে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্যসহ এলাকার সচেতন জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ইউনিয়নের প্রতিটি গ্রামে লিগ্যাল এইডের কার্যক্রম ও সরকারের সহযোগিতার বিষয়ে জোরালো প্রচার করতে হবে। অনুষ্ঠানে তিনি উপস্থিত কমিটির সদস্যদের নিজ অবস্থান থেকে সরকারের এই জন গুরুত্বপুর্ন কার্যক্রমের বিষয়ে প্রচার-প্রচারণা চালানোর আহবান জানান। ওরিয়েন্টশনে প্রোগ্রাম অফিসার মোস্তাক আহমেদ সরকারের আইনগত সহায়তা প্রদান আইন-২০০০ এবং লিগ্যাল এইড কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় তিনি জেলা ও উপজেলা লিগ্যাল এইড কমিটির সাথে যোগাযোগ এবং ইউনিয়ন কমিটির সদস্যদের দায়িত্ব সম্পর্কে আলোচনা করেন। পরে তিনি সরকারের বিনা খরচে এই আইনি সহায়তা গ্রহণ, কারা এই আইনি সেবা (বিনা খরচে এই আইনগত সহায়তা) পাবে, কি ধরনের সহায়তা পাবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সাথে সরকারি খরচে আইনি সহায়তা কার্যক্রম বাস্তবায়ন ও গ্রামের অসহায়, দরিদ্র মানুষের আইনি অধিকার নিশ্চিত করতে ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে প্রচার করার আহŸান জানান এবং পিপিজে-সাতক্ষীরা প্রকল্প বাস্তবায়নের জন্য সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় হেলাতলা ইউপি সদস্য আমিরুল ইসলাম, শেখ খায়রুল ইসলাম, আসাদুজ্জামান, মহিলা ইউপি সদস্য নাছিমা খাতুন, মমতাজ বেগম, সারজিনা খাতুন, প: প: পরিদর্শক কাজী জুলকার নাঈম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল হাসান, তরিকুল ইসলাম, ইউপি সচিব শফিকুল ইসলামসহ কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 8,879,652 total views, 7,600 views today |
|
|
|