অক্টোবর ৩০, ২০১৯
কলারোয়ায় সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত
কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলায় মাদক, বাল্যবিবাহ, নারী-নির্যাতন, ইভটিজিং ও মানব পাচার প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) বেলা ৩টায় কলারোয়া আলিয়া মাদ্রাসায় (জাইকা) জাপান ইন্টারন্যশনাল কো-অপারেশন এজেন্সির সহযোগিতায় উপজেলা মহিলা অধিদপ্তর এ ক্যাম্পেইনের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার। এছাড়া কলারোয়া পাবলিক ইনস্টিটিউট এর সাধারণ সম্পাদক অ্যাড. শেখ কামাল রেজা, মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আয়ুব আলী, বর্তমান অধ্যক্ষ বজলুর রহমান, কলারোয়া উপজেলার (জাইকা) প্রতিনিধি আব্দুস সালাম এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাদক, নারী নির্যাতন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মানব পাচার রোধে করণীয় বিষয়ের বিভিন্ন পোস্টার ও লিফলেট বিলি করেন কলারোয়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলারোয়া আলিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক শেখ শাহজাহান আলী শাহিন। 8,475,622 total views, 350 views today |
|
|
|