কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় তিনদিন ব্যাপী নিরাপদ খাদ্য উৎপাদন, বিপণন ও বাজারজাতকরণ বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ঘোষণা করা হয়। এর আগে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৪০জন কৃষক/কৃষাণী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর কর্মকর্তা ইমরান হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন ইউ ডি এফ আব্দুর সালাম।