কলারোয়া প্রতিনিধি: ‘কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যে কলারোয়ায় ‘বিনা ধান-১৯’ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বিকেল ৫ টায় কেরালকাতা ইউনিয়নের দরবাসা গ্রামে রাজস্ব খাতের অর্থায়নে ২০১৮-১৯ অর্থ বছরে নতুন জাত ও প্রযুক্তি সম্প্রসারণে স্থাপিত প্রদর্শনী প্লটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। কেরালকাতা ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ ইমরান হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপ সহকারী উদ্ভিদ কর্মকর্তা মনিরুল হক, নাকিলা বøকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা গোলাম রসুল, উপ সহকারী কৃষি কর্মকর্তা মৃণাল কান্তি মন্ডল, সাংবাদিক সরদার জিল্লুর রহমান, আতিয়ার রহমান প্রমুখ। এছাড়াও দরবাসা গ্রামের কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, অধিক ফলনশীল, স্বল্প জীবন ও খরা সহিষ্ণু এই নতুন প্রযুক্তি কৃষকের দোর গোড়ায় পৌঁছে দিতে বাংলাদেশের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আজকে এই মাঠ দিবসের আয়োজন করেছে। নতুন প্রযুক্তির বিনা ধান-১৯ অধিক ফলনশীল ও তাপ সহিষ্ণু তাই আমাদের উচিত এই ধান বেশি বেশি চাষ করে নিজে এবং দেশকে কৃষি সমৃদ্ধিশালী দেশ হিসাবে গড়ে তোলা।
কলারোয়ায় নতুন জাতের ‘বিনা ধান-১৯’ এর মাঠ দিবস অনুষ্ঠিত
https://www.facebook.com/dailysuprovatsatkhira/