কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় ওয়াশ এসডিজি প্রকল্পের ২দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) সকাল থেকে ১৭ অক্টোবর পর্যন্ত বেসরকারি উন্নয়ন সংস্থা প্র্যাকটিক্যাল একশান’র ইনক্লুসিভ সোশাল মোবিলাইজেশন ক্যাম্পেইন এবং শহরব্যাপী উন্নত ওয়াশ সেবা প্রদানে ২ দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। পৌরসভা সম্মেলন কক্ষে কর্মশালায় পৌর মেয়র (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুলের সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবু নসর, সহকারী প্রকৌশলী ওজিহুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য উপ সহকারী প্রকৌশলী সুমন রায়, অধ্যাপক আব্দুল মজিদ, পৌর কাউন্সিলার শেখ জামিল হোসেন, উপজেলা সাংবাদিক পরিষদের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক জুলফিকার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/