আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা আওয়ামী লীগের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) সকালে আশাশুনি বাজারে দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগের সহ-সভাপতি শাহজাহান আলীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক অ্যাড. শহিদুল ইসলাম পিন্টু’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, আ’লীগ নেতা নূর মোহাম্মাদ সরদার, মুজিবর রহমান, আছাদুল ইসলাম, প্রভাষক মাহবুবুল হক ডাবলু, বড়দল ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যা, আব্দুর রহমান ফকির, জি,এম আক্তারুজ্জামান, এটিএম আক্তারুজ্জামান, ড. শিহাব উদ্দীন, ফারুকুজ্জামান, মইনুল ইসলাম বুলু, মঞ্জুরুল ইসলাম, আব্দুল্লাহেল বাকী বাচ্চু, ফিরোজ খান মধু, প্রভাষক হীরুলাল বিশ্বাস, সুলাইমান গাজী, প্রভাষক আনন্দ কুমার মন্ডল, কামরুজ্জামান কাজল, হুমায়ুন কবির সুমন, মোহাম্মাদ আলী, আব্দুল হান্নান মন্টু প্রমুখ। সভায় ১৫ নভেম্বরের মধ্যে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা কাউন্সিল করার জন্য আলোচনা হয়। কাউন্সিল সম্পন্ন করার জন্য ৫ সদস্য বিশিষ্ট তদারকি কমিটি গঠন করা ও এমপি প্রতিনিধি হিসেবে একজন প্রতিনিধির নাম নির্ধারিত হয় এবং বিভিন্ন ইউনিয়নে যৌথ সভার জন্য দিন তারিখ স্থান ও সময় নির্ধারিত হয়েছে।
আশাশুনি উপজেলা আ’লীগের জরুরী সভা অনুষ্ঠিত
https://www.facebook.com/dailysuprovatsatkhira/