Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে ৬ মাদক বিক্রেতাসহ আটক ৮: গাঁজা ফেন্সিডিল উদ্ধার

সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক বিক্রেতাসহ ৮ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে পৃথক অভিযানে ৬ মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২শ’ ৫০ গ্রাম গাঁজা ও ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার হওয়ায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। থানা সূত্র জানায়, এসআই বিজন কুমার সরকার সঙ্গীয় ফোর্সের সহায়তায় শ্রীউলা ইউনিয়নের কমলাপুর গ্রাম থেকে ১০ বোতল ফেন্সিডিল ও ৫০ গ্রাম গাঁজাসহ কালিগঞ্জ থানার তেঁতুলিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে মাদক বিক্রেতা মনিরুল ইসলাম ও আশাশুনি থানার শ্রীউলা গ্রামের হারুন গাজীর ছেলে রুবেল গাজী কে শুক্রবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১০টায় মাদক বিক্রির সময় হাতেনাতে আটক করেন। এ ঘটনায় তাদের আসামি করে আশাশুনি থানায় ১৬(১০)১৯ নং মামালা দায়ের করা হয়েছে। এসআই বিল্লাল হোসেন শেখ সঙ্গীয় ফোর্সের সহায়তায় শুক্রবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১০টায় ১শ’ গ্রাম গাঁজাসহ শ্রীউলা মাঝেরপাড়া গ্রামের মহির উদ্দীন সরদারের ছেলে মাদক বিক্রেতা নজরুল ইসলাম ওরফে নজু ও কাদের সরদারের ছেলে আছা সরদারকে মাদক বিক্রির সময় দক্ষিণ শ্রীউলা থেকে হাতেনাতে আটক করেন। তাদের বিরুদ্ধে আশাশুনি থানায় ১৭(১০)১৯ নং একটি মামালা দায়ের করা হয়েছে। একই রাতে এএসআই নাজিম উদ্দীন কুড়িকাহনিয়া গ্রামের সিআর-১৩৬/১৪ নং মামলার আসামি শহিদুল ইসলাম ও রেজাউল ইসলামকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। এছাড়া শনিবার (১৯ অক্টোবর) ভোরে শ্রীউলা গ্রাম থেকে এসআই হাসানুজ্জামান সঙ্গীয় ফোর্সের সহায়তায় ১শ’ গ্রাম গাঁজাসহ শ্রীউলা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মাদক বিক্রেতা আব্দুর রশিদ ও তার সহযোগী কালিগঞ্জ থানার কালিকাপুর গ্রামের মৃত আব্দুল বারী ঢালীর ছেলে আলাউদ্দীন ঢালীকে মাদক বিক্রির সময় হাতেনাতে আটক করেন। তাদের বিরুদ্ধে আশাশুনি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৮(১০)১৯ নং মামালা দায়ের করা হয়েছে। আশাশুনি থানার ওসি (তদন্ত) ইমারত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান শনিবার আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version