আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে ৩৪০টি মিটার বৈদ্যুতিক সংযোগ পেয়ে আলোকিত হলো শ্রীউলা ইউনিয়নের কলিমাখালি গ্রাম। দীর্ঘ প্রতিক্ষার পর হলেও সংযোগ পেয়ে গ্রামবাসীর যেন আনন্দের সীমা নেই। বুধবার (৯ অক্টোবর) বিকেল ৫টায় কলিমাখালী গ্রামের জনৈক আব্দুস সবুর সরদারের বাড়ি বৈদ্যুতিক সুইচ অন করে শুভ উদ্বোধন করেন উপজেলা আ’ লীগের যুগ্ম-সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ইয়াছিন আলি, জালাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা আবু সাঈদ সরদার, কৃষকলীগের সভাপতি সঞ্জয় মিশ্র, এপিএস কলেজের প্রভাষক নাজমুছ শাহাদাৎ মিলু, কে এন স্পোর্টিং ক্লাবের সভাপতি হজরত আলি ভুট্ট, সমাজ সেবক মন্টু মন্ডল প্রমুখ।