নিজস্ব প্রতিনিধি: আজ থেকে কালিগঞ্জের জিরণগাছায় ৫ দিন ব্যাপী শ্রীশ্রী শ্যামাকালী পূজা শুরু হচ্ছে। জিরণগাছা হাটখোলা সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গনে যুব সংঘের আয়োজনে ৫ম তম শ্রীশ্রী শ্যামাকালী পূজা ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হবে জানিয়েছেন যুব সংঘের সাধারণ সম্পাদক দীপক কুমার মন্ডল।
যুব সংঘের সভাপতি সুভেন্দু মন্ডল জানান, ‘ওঁ জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী; দূর্গা শিখা ক্ষমা ধাত্রী স্বম্ভা স্বধা নমোহস্ততে’ শ্লোকে রবিবার (২৭ অক্টোবর) সারা রাতব্যাপী মাতৃমন্দির সার্বজনীন শ্রীশ্রী শ্যামা কালীমাতার পূজা অর্চ্চনা, ভোগ, আরতি, পুষ্পঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ করা হবে। এছাড়াও থাকছে বর্ণিল আলোকসজ্জা।
পাঁচদিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্যে রয়েছে ২৮ অক্টোবর সোমবার আলোকসজ্জা ও বিচিত্রানুষ্ঠান, ২৯ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় আলোকসজ্জার পাশাপাশি সাতক্ষীরার পাটকেলঘাটা নাট্য সংস্থার পরিবেশনায় অনুষ্ঠিত হবে ধর্মীয় যাত্রাপালা ‘কৃষ্ণ বিরহে রাধা’, ৩০ অক্টোবর বুধবার সন্ধ্যায় আলোকসজ্জা, নৃত্যসঙ্গীত ও র্যাফেল ড্র। ৩১ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় আলোকসজ্জা প্রদর্শণী শেষে প্রতিমা বিসর্জন করা হবে। ৬ষ্ঠ বর্ষে শ্রীশ্রী শ্যামাকালী পূজার এই বর্ণাঢ্য আয়োজনে চট ও সোল দ্বারা মনোরম গেট ও প্যান্ডেল নির্মিত হয়েছে বলে জানিয়েছেন তিনি।