অক্টোবর ১৪, ২০১৯
আইডিএসইবি’র ৫দফা দাবি বাস্তবায়নে জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
ডেস্ক রিপোর্ট: ইনস্টিটিউট অব ডিপ্লোমা সার্ভে ইঞ্জিনিয়ার বাংলাদেশ (আইডিএসইবি) কেন্দ্রীয় কমিটি ঘোষিত ৫দফা দাবি আদায়ের লক্ষে গৃহীত কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) বিকেলে আইডিএসইবি সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের নিকট এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় জেলা প্রশাসক তাদের ন্যায় সংগত দাবি আদায়ের সংহতি প্রকাশ করেন এবং তাদের স্মারকলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাবেন বলে জানান। এ সময় আইডিএসইবি জেলা শাখার সভাপতি মো. রেজাউল করিম, সিনিয়র সহ-সভাপতি মো. নাসির উদ্দীন, আইডিএসইবি খুলনা বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, আইডিএসইবি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. এমদাদুর রহমান তারেক, উপদেষ্টা আলতাফ হোসেন, অর্থ সম্পাদক মো. বরকত উল্লাহ, মো. হাসানুজ্জামান, সফিকুল ইসলাম, সদস্য আশরাফুল ইসলাম, মো. নাজমুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। আইডিএসইবি কর্মসূচি সমূহ- প্রত্যেক জেলায় আইডিএসইবি’র শুদ্ধাচার সভা, নিজ নিজ কর্মস্থলের অফিস প্রধানের নিকট দাবিনামা উপস্থাপন এবং সহকর্মীদের নিকট দাবি সংবলিত লিফলেট বিতরণ, অফিসে পোষ্টার প্রদর্শন। প্রধানমন্ত্রী বরাবর সংশ্লিষ্ট সকল জেলা প্রশাসকের মাধ্যমে আইডিএসইবি কর্তৃক দাবিনামার আবেদন করা, বিভাগীয় কমিশনার (সকল) ও ডিপার্টমেন্টাল প্রধানদের নিকট দাবিনামার আবেদন, প্রধানমন্ত্রী বরাবর কেন্দ্রীয় আইডিএসইবি কর্তৃক দাবিনামার আবেদন করা, কালো ব্যাজ ধারণ, নিজ নিজ কর্মস্থলে অফিস সময়ের অতিরিক্ত এক ঘণ্টার বেশি অবস্থান করে সেবা গ্রহীতাকে সেবা প্রদান করা, নিজ নিজ কর্মস্থলে এক ঘণ্টা কলম বিরতি, নিজ নিজ কর্মস্থলে দুই ঘণ্টা কলম বিরতি, আগামী ০৫ ডিসেম্বর/ ২০১৯ তারিখের মধ্যে ন্যায় সংগত সকল দাবি বাস্তবায়ন না হলে ০৭ ডিসেম্বর/২০১৯ তারিখ পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। 8,474,741 total views, 2,381 views today |
|
|
|