অক্টোবর ১০, ২০১৯
অসহায় মানুষের মুখে খাবার তুলে দিল অনির্বাণ ইয়ং ক্লাব পরিবার
বল্লী প্রতিনিধি: সাতক্ষীরার রাস্তায় রাস্তায় ঘুরে অসহায় মানুষের মুখে খাবার তুলে দিল সাতক্ষীরার একটি মানবসেবী সংগঠন ‘অনির্বাণ ইয়ং ক্লাব’ পরিবার। বৃহস্পতিবার (১০ অক্টোবর) ‘অনির্বাণ ইয়ং ক্লাব সাতক্ষীরা’র এক স্বেচ্ছাসেবকের জন্মদিন উপলক্ষে সংগঠনটি শহরের বিভিন্ন রাস্তায় এ খাবার অসহায় মানুষের মুখে তুলে দেয়। এই সমস্ত অসহায় মানুষের সাথে কথা বলে জানা যায়, তাদের অনেকেই না খেয়ে দিন কাটান। তিন বেলা তারা আহারের ব্যবস্থা করতে পারে না। অনেকেই থাকার কোনো নির্দিষ্ট স্থান না থাকায় শহরে স্টেডিয়ামের পাশে, বিভিন্ন মসজিদের বারান্দা এমনকি তাদের কেউ কেউ ফুটপাতেও রাত্রি যাপন করেন। একবেলা পেট ভরে খাবার পেয়ে তাদের অনেকেই আনন্দিত। এ সময় ‘অনির্বাণ ইয়ং ক্লাব সাতক্ষীরা’ এর চেয়ারম্যান জিয়াউর রহমান আশা বলেন, আমরা প্রতিনিয়ত সাতক্ষীরার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে অসহায় রোগীদের বিনামূল্যে বøাড সরবরাহ করছি। সাথে সাথে আমরা চেষ্টা করছি মাদক থেকে মানুষকে বিরত রাখার জন্য। অনির্বাণ ইয়ং ক্লাব সাতক্ষীরার কো-চেয়ারম্যান ফিরোজ শাহ বলেন, আজ আমরা আমাদের এক স্বেচ্ছাসেবকের জন্মদিন উপলক্ষে অসহায় মানুষের মুখে খাবার তুলে দিচ্ছি। এছাড়াও অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা এবং গরিব ছাত্র ছাত্রীদের বই ক্রয় করে দেওয়া সহ বিভিন্ন সামাজিক কাজ করে থাকি। তিনি আরও বলেন, সমাজের বিত্তবানরা যদি এ ধরনের মানুষের পাশে এসে দাঁড়ায় তাহলে সাতক্ষীরার কোনো মানুষ আর না খেয়ে থাকবে না, রাস্তায় রাস্তায় ভিক্ষা করা লাগবে না। আশ্রয়হীন মানুষের গাছের নীচে রাত যাপন করতে হবে না। এ সময় অনির্বাণ ইয়ং ক্লাব সাতক্ষীরার রনি রাসেল, নাহিদ হাসান, আশিক, আলামিন, তন্ময়, মেহেদী রনি, সাবরিনা পপি, তমা সরকার, সুরাইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। 8,882,641 total views, 2,042 views today |
|
|
|