সেপ্টেম্বর ২১, ২০১৯
৪৮তম গ্রীষ্মকালীন ফুটবল টুর্নামেন্টে উপ-আঞ্চলিক পর্যায়ের খেলায় বুধহাটা বি.বি.এম কলেজিয়েট স্কুল চ্যাম্পিয়ন
ফিংড়ী প্রতিনিধি: ৪৮তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর খুলনা উপ-আঞ্চলিক পর্যায়ের খেলায় বুধহাটা বি.বি.এম কলেজিয়েট স্কুল দল চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে খুলনা জিলা স্কুল মাঠে খুলনা উপ-আঞ্চলিক পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় সাতক্ষীরার জেলা চ্যাম্পিয়ন দল বুধহাটা বি.বি.এম কলেজিয়েট স্কুল বনাম মাগুরা জেলা চ্যাম্পিয়ন দল মাগুরা আর এস কে এইচ ইনস্টিটিউট পরস্পর মুখোমুখি হয়। উত্তেজনাপূর্ণ খেলায় বুধহাটা বি.বি.এম কলেজিয়েট স্কুল ১-০ গোলে মাগুরা আর এস কে এইচ ইনস্টিটিউটকে হারিয়ে খুলনা উপ-আঞ্চলিক পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। খেলায় রেফারি ছিলেন, কিশোর বকশি, তকদীর হোসেন ও সিদ্ধার্থ সরকার। ধারাভাষ্যে ছিলেন, রবিউল ইসলাম পলাশ, শাহীন আলম ও আব্দুল হালিম চৌধুরী। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপ পরিচালক নিভা রাণী পাঠকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা, খুলনার আয়োজনে ফাইনাল খেলায় বিশেষ অতিথি ছিলেন, খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম প্রমুখ। এ সময় স্থানীয়, সাতক্ষীরা ও মাগুরা জেলার হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করেন। 8,877,944 total views, 5,892 views today |
|
|
|