প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা মেডিকেল কলেজে মালামাল সরবরাহ করে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকে তলব করা ৯ চিকিৎসক সহ মেডিকেল কলেজ হাসপাতালের দুর্নীতিবাজ চিকিৎসকদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী রোববার (২৯ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলা ভূমিহীন ঐক্য পরিষদের সভাপতি কওছার আলী ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। তারা জানান, সাতক্ষীরা মেডিকেল কলেজে সিন্ডিকেট করে পরস্পর যোগসাজশে দরপত্রে মালামালের উচ্চ মূল্য দেখিয়ে নিম্নমানের মালামাল সরবরাহ করে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৯ চিকিৎসককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইতোমধ্যে দুদকে হাজিরাও দিয়েছেন ওই চিকিৎসকরা। দ্রুত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন শেষে সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, দুর্নীতি দমন কমিশন ও স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলে জানান তারা।