সেপ্টেম্বর ৩, ২০১৯
শ্যামনগরে চুনা নদীর বেড়ি বাঁধে ভাঙন
নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ও আটুলিয়া ইউনিয়নের সীমানা ঘেঁষে চুনা নদীর ওয়াপদার বেড়ি বাঁধের কিছু অংশ ভেঙে গেছে। এছাড়া কয়েক জায়গায় ফাটল দেখা দিয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ভোর রাতে প্রথম জোয়ারের তীব্র পানির ¯্রােতে বাঁধের প্রায় ৭০ফুট অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। এ সময় বাধের উপর একটি ঘরে থাকা ৩টি ছাগল পানিতে ভেসে যায়। স্থানীয় বাসিন্দা সুফিয়া বেগম বলেন, আমার স্বামী সন্তান নেই। আমি বেড়ি বাঁধের পাশে ঘর করে বসবাস করি। ভোর রাতে প্রচন্ড পানির শব্দে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। তারপর বাইরে বের হয়ে দেখি আমার ঘর নদীতে চলে যাচ্ছে, থালা-বাসন এবং রান্নাঘরের অন্যান্য জিনিসপত্র পানিতে তলিয়ে গেছে। আমার চিৎকার শুনে এলাকাবাসী এসে আমাকে ঘরের ভেতর থেকে উদ্ধার করে। ঘরে থাকা ৬টি ছাগলের মধ্যে একটি ছাগল রক্ষা করতে পারি এবং অন্য ছাগলগুলো পানিতে ভেসে যায়। খবর পেয়ে আটুলিয়া ইউপি চেয়ারম্যান মো.আবু-সালেহ-বাবু ও বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ মন্ডল বেড়ি বাঁধের ভাঙন ও ফাটল পরিদর্শন করেন। ইউপি চেয়ারম্যান দ্বয় এলাকাবাসীদের নিয়ে তাৎক্ষণিক বাঁধ মেরামতের কাজ শুরু করেন। এ সময় আটুলিয়া ইউপি চেয়ারম্যান মুঠো ফোনে শ্যামনগর উপজেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে দ্রæত ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে অনুরোধ করেন। এ বিষয়ে শ্যামনগর পানি উন্নয়ন বোর্ডের এস ও শাহনাজ পারভীন বলেন, পানি উন্নয়ন বোর্ড থেকে আমরা জনবল ও বস্তা দিয়ে বাঁধ মেরামতের কাজ শুরু করেছি। আপাতত ভাঙন মেরামত শেষ হোক। তারপর আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে উপযুক্ত বেড়ি বাঁধের ব্যবস্থা করা হবে। 8,504,377 total views, 1,779 views today |
|
|
|