সেপ্টেম্বর ২৩, ২০১৯
বেনাপোল সীমান্তে ফেন্সিডিলসহ আটক-২
বেনাপোল প্রতিনিধি: বেনাপোল সীমান্ত থেকে পৃথক অভিযানে ৩শ’ ৪৮ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেলসহ দুই জনকে আটক করেছে বিজিবি। আটককৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার বারপোতা গ্রামের হযরত আলীর ছেলে মুকুল হোসেন (২৫) ও পুটখালী গ্রামের নুর হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৩২)। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে সীমান্তের পুটখালী বালুর মাঠের মধ্য থেকে ৩শ’ ৪১ বোতল ফেন্সিডিলসহ মুকুলকে আটক করা হয়। এরপর পুটখালী উত্তর পাড়া থেকে ৭ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল সহ আনোয়ারকে আটক করা হয়। খুলনা-২১ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এদিকে ফেনীতে বিজিবি সদস্যরা বাড়িতে যেমন মাদক ব্যবসায়ী, মাদক পাচারকারী ও মানব পাচারকারীদের সাইনবোর্ড টানিয়ে দিচ্ছে, তদ্রæপ ভাবে শার্শা উপজেলায়ও একই নিয়ম চালু করার দাবি জানিয়েছে স্থানীয়রা। 8,573,117 total views, 887 views today |
|
|
|