সেপ্টেম্বর ১৪, ২০১৯
দুর্গাপূজাকে সামনে রেখে খলিষখালীতে শুরু হয়েছে উৎসবের আমেজ
খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে খলিষখালীতে উৎসবের আমেজ শুরু হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা মাত্র কয়েকদিন বাকি। প্রতিবছর অশুভ শক্তিকে বিনাশ করে সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য দেবী দুর্গার আগমন ঘটে। হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মানুসারে সত্য, ত্রেতা, দাপর, কলি যুগের মধ্যে ত্রেতা যুগের অবতর রাজা রামচন্দ্রের আমল থেকে এই দুর্গাপূজা পালন হয়ে আসছে। অশুভ শক্তি অসুরের অত্যাচারে মানবকুল এমনকি দেবতাকুলও অতিষ্ঠ হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করলে, ঈশ্বর তার সকল শক্তি একীভূত করে নারী মূর্তি ধারণ করে দেবী দুর্গাকে ধরণিতে পাঠায়। দেবী দুর্গা অশুভ অশুরকে পরাজিত করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করে। আগামী ৩ অক্টোবর পঞ্চমীর মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের আমেজ ছড়িয়ে পড়বে। ৪ অক্টোবর ষষ্ঠী, ৫ অক্টোবর সপ্তমী, ৬ অক্টোবর অষ্টমী, ৭ অক্টোবর নবমী, ৮ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে ৬ দিন ব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা পরিসমাপ্তি ঘটবে। ইতি মধ্যে পাটকেলঘাটা থানার খলিষখালীতে ২২ টি পূজা মন্ডপে ব্যস্ত সময় পার করছে মৃৎ শিল্পীরা। এছাড়া বিভিন্ন প্রান্ত থেকে দেবী তৈরির কারিগররা এসেছে মূর্তি তৈরি করার কাজে। দুর্গা পূজা, হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব হিসাবে পালন করা হয়ে থাকে। বড়-ছোট সকলের জন্য এই পূজা খুবই আনন্দের হয়ে থাকে। ঢাকের তাল দিয়ে আর শিউলীর মিষ্টি গন্ধে পুরো বাংলা দুর্গা পূজার হাওয়া বইতে থাকে। কাঁশফোটা শরতের শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে মন্দির গুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি। পাটকেলঘাটার খলিষখালী, দলুয়া, চোমরখালী, গোয়ালপোতা, কাদিকাটি, গাছা সহ কয়েকটি গ্রামের পূজা মন্ডপ ঘুরে দেখা গেছে, মন্দিরে মন্দিরে দ্রæত গতিতে চলছে প্রতিমা তৈরির কাজ। কোথাও কোথাও দেওয়া হচ্ছে রঙের প্রলেপ। প্রতিমা শিল্পীর কল্পনায় দেবী দুর্গার অনিন্দ্য সুন্দর রূপ দিতে সকাল থেকে শুরু করে রাতভর চলছে প্রতিমা তৈরির কাজ। দেবীকে স্বাগত জানাতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সর্বত্র আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। খলিষখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নিখিল বাবু জানান, আসন্ন দুর্গাপূজায় খলিষখালীতে সকল প্রকার নিরাপত্তার ব্যবস্থা করা হবে। পুলিশ সদস্যরা পূজা চলাকালীন দর্শনার্থীদের নিরাপত্তার জন্য সব সময় নজরদারিতে রাখবে। 8,589,435 total views, 6,121 views today |
|
|
|