খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি: পাটকেলঘাটার খলিষখালীতে মদের লাইসেন্স হস্তান্তর করে স্বাভাবিক জীবনে ফিরে আসার ঘোষণা দিল কমল রায়। বুধবার (৪ সেপ্টেম্বর) খলিষখালী ইউনিয়নের চোমরখালী গ্রামের মৃত মনোরঞ্জন রায়ের পুত্র মাদকসেবী কমল কর্মকার তার মদের লাইসেন্স খলিষখালী ইউপি চেয়ারম্যান মোজফ্ফর রহমানের নিকট জমা দেন। সে দীর্ঘদিন যাবৎ মদের লাইসেন্স নিয়ে মাদক সেবন করত। মাদক সেবনের কারণে তার পরিবারসহ আশ পাশের লোকজন অতিষ্ঠ ছিল। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান নিজেই তার বাড়িতে যায় এবং ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে এসে স্বাভাবিক জীবনে আসার আহŸান জানান। তারই ধারাবাহিকতায় বুধবার সকালে মাদক সেবনকারী কমল কুমার রায় পরিষদে যেয়ে ভবিষ্যতে আর কখনো মদ খাবে না, স্ত্রীকে নির্যাতন করবে না, স্বাভাবিক জীবনে ফিরে আসবে এই অঙ্গীকার করে তার মদের লাইসেন্স চেয়ারম্যানের কাছে হস্তান্তর করে। চেয়ারম্যান মোজাফ্ফর রহমান তাকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাওয়ায় তিনি সব ধরনের সহায়তার আশ্বাস দেন।