Site icon suprovatsatkhira.com

সুস্থ হয়ে বাড়ি ফিরল সেই কিশোর ভ্যানচালক শাহিন

ডেস্ক রিপোর্ট: সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ছিনতাইকারীদের আঘাতে আহত কিশোর ভ্যানচালক শাহিন। দীর্ঘ তিন মাস চিকিৎসার পর বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে শাহিন কেশবপুরের মঙ্গলকোর্ট গ্রামের নিজ বাড়িতে ফিরে আসে। উল্লেখ্য, গত ২৮ জুন জীবিকার তাগিদে তার একমাত্র সম্বল ব্যাটারি চালিত ভ্যান নিয়ে মঙ্গলকোটের শাহিন বাড়ি থেকে বের হয়। কিন্তু পূর্ব পরিকল্পিতভাবে একটা ভ্যানের লোভে চারজন ছিনতাইকারী তাকে রক্তাক্ত জখম করে পাটকেলঘাটার ধানদিয়া ইউনিয়নের হামজামতলা নামক স্থানে পাট ক্ষেতের মাঝখানে ফেলে রেখে যায়।

 

স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্তার অবনতি হলে তাকে খুলনায় রেফার করা হয় সেখান থেকে ঢাকা মেডিকেল। এরপর ঢামেকে চিকিৎসাধীন কিশোর শাহিনের চিকিৎসার সকল ব্যয় ভার বহন করে প্রধানমন্ত্রী। এছাড়াও তার উপর হামলাকারীদের ইতিমধ্যে সাতক্ষীরা জেলা পুলিশ গ্রেফতার করেছেন। দীর্ঘ তিন মাস চিকিৎসা শেষে গত বৃহস্পতিবার শাহিনকে নিয়ে বাড়িতে ফেরেন তার বাবা-মা।
স্থানীয় ওয়ার্ড সদস্য জহির রায়হান মুঠো ফোনে জানান, শাহিনের শারীরিক অবস্থা এখন অনেক ভালোর দিকে। তবে ডান হাতটা অনেকটা প্যারালাইজড রোগীদের মত। মাথায় ক্ষত স্থান পুরোপুরি ভাবে শুকালে এই সমস্যা ঠিক হয়ে যাবে বলে জানিয়েছেন ডাক্তার। শাহিনের বাবা-মা’র ইচ্ছা ছেলে সুস্থ হয়ে লেখাপড়া শিখে ভাল চাকরি করবে। আমাদের ছেলে আর ভ্যান গাড়ি চালাবে না। নিজেদের বসতভিটার জায়গা ও ভাল ঘর না থাকায় ইউপি সদস্য জহির রায়হানের কাছে নিজেদের একটা ঘরের দাবি জানিয়েছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version