সেপ্টেম্বর ১২, ২০১৯
সুস্থ দেহ ও সুন্দর মনের অধিকারী হতে হলে খেলাধুলার বিকল্প নেই : ডা. রুহুল হক এমপি
সমীর রায়, আশাশুনি: আশাশুনির দরগাহপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯ (অনূর্ধ্ব ১৭) এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকালে আশাশুনির দরগাহপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি সাতক্ষীরা ০৩ আসনের সংসদ সদস্য সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি। এ সময় তিনি বলেন, দেশ থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকাসক্তির মূলোৎপাটন করতে হলে শিশু-কিশোর-যুবাদের খেলার মাঠে ফেরাতে হবে। সুস্থ দেহ ও সুন্দর মনের অধিকারী হতে হলে খেলাধুলার বিকল্প নেই। বর্তমান সরকার শিক্ষা ও উন্নয়নের পাশাপাশি খেলাধুলা এবং শরীর চর্চাকে প্রাধান্য দিয়েছে। তারই জলন্ত উদাহরণ এই প্রত্যন্ত অঞ্চলে শেখ রাসেল মিনি স্টেডিয়াম স্থাপন। তিনি আরও বলেন, দরগাহপুরে মিনি স্টেডিয়ামে আসার পথের সড়কসহ স্টেডিয়ামের সমস্যাগুলি অচিরেই সমাধান করা হবে। আপনাদের স্বপ্নের মানিকখালী ব্রিজের কাজ শেষের পথে। ব্রিজটি এখন আর স্বপ্ন নয়। সাতক্ষীরা টু কোলা-ঘোলা সড়কের বরাদ্দ হয়েছে। বর্ষা মৌসুম শেষ হলে কাজ শুরু করা হবে। মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে। উপজেলার সকল ক্ষতিগ্রস্ত ওয়াপদা বেড়ি বাঁধগুলির মেরামতের ব্যবস্থা করে নদীর তীর বাসীর দু:স্বপ্নের অবসান ঘটাতে আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার নেত্রী বাংলাদেশের উন্নয়নের রুপকার। তাই জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে উন্নয়ন ও অগ্রযাত্রায় বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার মহাযজ্ঞে সামিল হোন। এর আগে দরগাহপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শ্রীউলা ও দরগাহপুর ইউনিয়ন একাদশের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯ (অনূর্ধ্ব ১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রথম ও দ্বিতীয়ার্ধে নির্ধারিত সময়ে দুটি দলের কোন খেলোয়াড় গোল করতে না পারায় খেলাটি ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে শ্রীউলা ৩-১ গোলে গত মৌসুমের চ্যাম্পিয়ন দরগাহপুরকে হারিয়ে শিরোপা লাভ করে। খেলায় সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছে শ্রীউলা দলের মোক্তাজুল ও টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন দরগাহপুরের ক্যাপ্টেন আফ্রিদি। ধারাভাষ্যে ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম, সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মোসলেমা খাতুন মিলি, ক্রীড়া সংস্থার সেক্রেটারি স,ম সেলিম রেজা সেলিমসহ প্রত্যেক ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন দফতরের প্রধানগন। 8,503,448 total views, 850 views today |
|
|
|