Site icon suprovatsatkhira.com

সরকারি কালভার্ট বন্ধ করে কালিগঞ্জে পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে সরকারি রাস্তায় অবস্থিত কালভার্ট বন্ধ করে পাকা দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। বিষয়টির দ্রুত প্রতিকার চেয়ে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাঁশতলা বাজার সংলগ্ন সরকারি সড়কে একটি কালভার্ট আছে। ওই কালভার্ট দিয়ে এলাকার পানি নিষ্কাশন হয়। কিন্তু কালভার্টে স্থানে পাকা দোকানঘর নির্মাণ করছেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের মৃত মালেক গাজীর ছেলে রুহুল আমিন ও বিষ্ণুপুর ইউনিয়নের নীলকন্ঠপুর গ্রামের আক্কাজ মোড়লের ছেলে আশিক মোড়ল। ওই স্থানে পাকা স্থাপনা নির্মাণ করা হলে পানি চলাচলের পথ বন্ধ হবে এবং এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি জনদূর্ভোগ সৃষ্টি হবে। অবিলম্বে পাকা স্থাপনা নির্মাণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসীর পক্ষে ফতেপুর গ্রামের ছন্নত আলীর স্ত্রী ফতেমা খাতুন খুলনা বিভাগীয় কমিশনার, সাতক্ষীরা জেলা প্রশাসক, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত আবেদন জানিয়েছেন।

কালভার্টের স্থানে পাকা দোকান ঘর নির্মাণের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন দক্ষিণ শ্রীপুর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন হোসেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version